ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে চট্টগ্রামবাসী

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৪২ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মহানগরবাসী। এর বিরুদ্ধে জনমত তৈরী করতে গঠন করা হয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। সিটি কর্পোরেশন  নির্ধারণ করা হোল্ডিং ট্যাক্স পুণ: নির্ধারণ করা না হলে আন্দোলনে নামার ঘোষনা দিয়েছে করদাতা সুরক্ষা পরিষদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী নগরীতে প্রায় পৌনে দু’ লাখ ঘরবাড়ি থেকে আদায় করা হয় হোল্ডিং ট্যাক্স। ঘরের আয়তনের উপর নির্ধারণ করা হতো এই হোল্ডিং ট্যাক্স। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘরভাড়ার উপর ১৭ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে এসেসমেন্ট শুরু করে।  এতে বিক্ষুব্দ হয়ে উঠে বাড়ির মালিকরা। বাড়তি করারোপের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন মহল্লার সর্দারদের নিয়ে গঠন করা হয় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। সিটি কর্পোরেশনের নতুন করে ধার্য্যকরা হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে ক্ষোভ জানান নগরীর বিভিন্ন মহল্লার প্রতিনিধিরা। চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা, মহল্লার সর্দার, করদাতাদের সাথে বৈঠক করে নতুন করে হোল্ডিং ট্যাক্স নির্ধারনের দাবী জানান করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ। হোল্ডিং ট্যাক্স সহনীয় করা না হলে অনশনসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হবে বলে জানান তারা। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর।