ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৫২ এএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসুচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকাল থেকেই হাজারো মানুষ এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসে। সকালে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোহাম্মদ আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু করেন। এর পর ভাসানী-পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।