ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

বরিশালে ক্রমশ বাড়ছে ডেঙ্গু রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৮ জুলাই ২০১৯ রবিবার

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। রোববার পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন রোগী ভর্তি হয়েছেন।

জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে গত দুই দিনে ঢাকা থেকে ২৫ জন জ্বর নিয়ে এসে মেডিকেলে ভর্তি হন।হাসপাতালে ভর্তি ৪২ জন রোগীর মধ্যে ১জন নারী রয়েছেন। ইতোমধ্যে ১৭ জন সুস্থ্ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে কর্তৃপক্ষ জানায়। 

মেডিকেল কলেজের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পবিত্র ঈদুল আযহার ছুটিতে রাজধানী থেকে অনেক মানুষ গ্রামে আসবেন।তাদের মধ্যে অনেকেই এ জ্বর নিয়ে আসতে পারেন। সে ক্ষেত্রে যারা এ জ্বর নিয়ে আসবেন তাদেরকে সাবধনতা অবলম্বন করে চলাচল করতে অনুরোধ করেছেন এ চিকিৎসক। 
এমএস/কেআই