ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

ভুয়া জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া সমন জারি হয়ে ফেরত এসেছে। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা তামিল করে ২ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।