ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

বাউফলে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১২:০১ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের নৌ-পুলিশ ফাঁড়ি লাগোয়া সুমন মালী, রিপন মালী, দুলাল মালী ও মো. রিয়াজ নামে চার ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

রোববার দুপুরের দিকে ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে'র উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। 

এর কয়েক মাস আগে কোস্ট গার্ড সদস্যরা বন্দরের একই এলাকায় অভিযান চালিয়ে ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করলেও বন্ধ হয়নি অবৈধ জাল বিক্রি। 

এবিএম মিজানুর রহমান নামে স্থানীয় এক সাংবাদিক জানান, দীর্ঘদিন ধরে ১৫-২০ জন অসাধু ব্যবসায়ী কালাইয়া নৌ-ফাঁড়ির কাছে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না ফাঁড়ির পুলিশ। বন্দরে গোডাউন ভাড়া নিয়ে কারেন্ট জাল মজুদ করে রাখেন তারা। মাঝে মধ্যে কোস্টগার্ড সদস্যরা দোকানে অভিযান পরিচালনা করলেও গোডাউনগুলো থাকে সুরক্ষিত। 

এনএস/