ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

মেহেরপুর মৎস্যবীজ খামারে রেনু পোনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২০ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

৫৭ বছরের পুরাতন মেহেরপুর মৎস্যবীজ খামার। প্রতিষ্ঠার পর এবারই প্রথম রেনু পোনা উৎপাদন শুরু হয়েছে খামারে। নানা সমস্যায় এতোদিন রেনু উৎপাদন সম্ভব হয়নি। আধুনিক আয়রন রিমুভাল প্লান্ট ও দক্ষ জনবল পেলে, এ খামার জেলার রেনু পোনার চাহিদা মেটাতে পারে বলে জানান সংশ্লিষ্টর। 
মেহেরপুরের সরকারি মৎসবীজ খামার প্রতিষ্ঠিত ১৯৬২ সালে।  এরপর কেটে গেছে ৫৭ বছর। নানা কারনে সম্ভব হচ্ছিলনা রেনুপোনা উৎপাদন করা। পুকুরে পানি না থাকা ও পানিতে অধিক মাত্রায় আয়রনের উপস্থিতি রেনু উৎপাদনে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। 
সম্প্রতি ব্রুডব্যাংক প্রকল্পের আওতায় পুকুরগুলো সংস্কার করে পলিথিন ব্যবহারের মাধ্যমে পানি ধারন ক্ষমতা বাড়ানো হয়। একটি ছোট আকারে আয়রন রিমোভালপ্লান্ট বসিয়ে এ বছর এখন পর্যন্ত ৫৬ কেজি রুই, মৃগেল, কাতলা মাছের রেনু উৎপাদন করা সম্ভব হয়েছে। 
জেলায় পর্যাপ্ত হ্যাচারী না থাকায় মৎস চাষীদের রেনু সংগ্রহের জন্য বাইরের জেলার উপর নির্ভরশীল। 
খামারে উৎপাদিত রেণুর সাহায্যে জেলার চাহীদা মেটানো সম্ভব- জানালো খামার কর্তৃপক্ষ।  
আর পূর্নাঙ্গভাবে রেনু উৎপাদনে যেতে দক্ষ জনবল ও অত্যাধুনিক আয়রন রিমোভালপ্লান্ট প্রয়োজন বলে জানালেন জেলা মৎস কর্মকর্তা।
খামারে উৎপাদন অব্যাহত থাকলে  এ জেলার মৎস চাষীদের আর রেণু সগ্রহের সমস্যা থাকবেনা