ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

নবম ওয়েজ বোর্ড প্রাক্কালে ছাটাই অগ্রহণযোগ্য: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৬:৫২ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

নবম ওয়েজ বোর্ড এর প্রাক্কালে গণমাধ্যমের অনাকাংক্ষিত ছাটাই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (২৯ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, আন এডিটেড প্লাটফর্ম হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যাম হানাহানী ও বিভ্রান্ত ছড়ানো এখন বড় চ্যালেঞ্জ। কারণ, নানান অস্থিরতা তৈরি করে, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে। এ বিষয়ে সবার সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, যে অনলাইনগুলো সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলোকে সহসাই নিবন্ধন দেওয়া হবে।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আন এডিটেড প্ল্যাটফর্ম। ফলে এখানে যেসব সংবাদ প্রকাশিত হয়, এসব সংবাদ অনেক সময় অস্থিরতা তৈরি করে, সামাজিক বন্ধন নষ্ট করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে। সংবাদপত্রগুলো এডিটিং প্ল্যাটফর্ম বলে সেখানে ভুল কম হয়। এ কারণে সাংবাদিকদের উচিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করা।’

তিনি আরও জানান, গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের মনিটরিং চলছে। আগামী ১ আগস্ট মনিটরিং কমিটির উচ্চপর্যায়ের বৈঠক আছে।

তথ্যমন্ত্রী জানান, ‘অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে যে জটিলতা ছিল তা কেটে গেছে। ইতোমধ্যে স্থায়ীভাবে প্রধান তথ্য কর্মকর্তা যোগদান করেছেন। নিয়মিত সাংবাদিকদের অ্যাক্রিডিয়েটেশন কার্ড নবায়নের ক্ষেত্রে কোনও জটিলতা হবে না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, সংগঠনের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।