যে কারণে টাইগারদের টানা পরাজয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

প্রথম ম্যাচে ৯১ রানে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তামিমদের জন্য। কারণ হারলে সিরিজটি হয়ে যাবে শ্রীলঙ্কার। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে ৭ উইকেটে হারল তামিমরা। যাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল করুনারত্নের দল। আর এমন লজ্জাজনক হারের জন্য দলের প্রত্যেকের প্রচেষ্টার অভাবকেই দুষছেন ক্যাপ্টেন তামিম ইকবাল।
ম্যাচ শেষে টাইগারের এ নয়া দলপতি গণমাধ্যমকে বলেন, আমরা ম্যাচপূর্ব গুরুত্বপূর্ণ টসটা জিতেছিলাম। জানতাম উইকেটে স্পিন ধরবে। আমাদের একটা ভালো শুরু দরকার ছিল। কিন্তু ৫০ রানে ৪ উইকেট হারানোর পর ভালো কিছু করা সম্ভব নয়।
তামিম আরও বলেন, কেবল বাজে ব্যাটিংই নয়, বোলিং নিয়েও চিন্তিত আমরা। বোলাররা যেভাবে বোলিং করেছে, তাতে ৩০০ রানও যথেষ্ট হত না।
এদিকে এবারের শ্রীলঙ্কা সফরে দলের গুরুত্বপূর্ণ চার সদস্য মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন ও লিটন না থাকায় তাদের অভাবটা খুব ফিল করছেন নয়া এ অধিনায়ক। পাশাপাশি বিশ্বকাপসহ টানা ক্রিকেট খেলায় দলের সদস্যদের বিশ্রামের ঘাটতিকেও বড় কারণ হিসেবে দেখছেন তামিম।
দেশ সেরা এ ওপেনার বলেন, এ সফরে দলের চার গুরুত্বপূর্ণ সদস্য মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন ও লিটন নেই। তার ওপর অন্য যারা আছে, বেশিরভাগই ক্লান্ত। খারাপ করার এটাও একটা কারণ হতে পারে।
আসলেই কলম্বোর প্রেমাদাসায় সিরিজ বাঁচানোর ম্যাচে দেখা যায়নি দুর্দান্ত সেই বাংলাদেশকে। বরং তামিমের দলকে মনে হয়েছে আরও ভঙ্গুর, পথ হারা! সেটা ব্যাটিং বোলিং—দুই বিভাগেই। সাকিব, মাশরাফি, সাইফউদ্দিন, লিটনসহ সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতিতে এমন ভঙ্গুর, খেই হারা অবস্থা নিকট অতীতে কখনই দেখা যায়নি। বরং পঞ্চপাণ্ডবের উপস্থিতে দুর্দান্ত এক বাংলাদেশকেই চিনেছে ক্রিকেট বিশ্ব।
তাই এ বিষয়টি একদিকে যেমন অতিব গুরুত্বপূর্ণ, তেমনি হতাশারও বটে। কেননা, পঞ্চপাণ্ডব আজীবন থাকবেন না। তাই এখনই বিসিবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিকল্প খুঁজে বের করতে হবে। সেটা হতে হবে দেশের ভবিষ্যৎ ক্রিকেটের স্বার্থেই। তা না করতে পারলে, এভাবেই হয়ত একের পর হতাশার গল্প লেখা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। যা কখনই কাম্য নয় কোটি কোটি টাইগার ভক্ত-সমর্থকদের।
এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৩১ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। কলম্বোর রনসিংহ প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়। বিটিভি, মাছরাঙাসহ অনলাইনেও দেখার সুযোগ থাকবে ম্যাচটি দেখার।
এনএস/আরকে