ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

কঙ্গনা-রাজকুমারের বিরুদ্ধে চুরির অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০১:১১ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

এবার কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও এর বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন হাঙ্গেরির এক আলোকচিত্রী। তার অভিযোগ কঙ্গনা ও রাজকুমার রাও অভিনিত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র একটি পোস্টার নিয়ে।

বি ফ্লোরা বরসি নামে ওই আলোকচিত্রী শিল্পী অভিযোগ করেন যে, তার অনুমতি না নিয়ে এই সিনেমার নির্মাতারা তারই তোলা একটি ছবির মডেলের আদলে কঙ্গনার ফোটোশুট করেছেন। দু’টি ছবির কোলাজ করে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।

আলোকচিত্রী মূলত ফ্রিলান্স শিল্পী হিসেবে কাজ করেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও এই সিনেমার ছকভাঙা পোস্টার শুট নিয়ে আপত্তি উঠেছিল। তখন অবশ্য সিনেমার নাম ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছিল। এবং ওই পোস্টারগুলোতে যে ভাবে কঙ্গনা-রাজকুমারকে দেখানো হয়েছিল, তাতে মানসিক রোগীদের অপমান করা হচ্ছে বলে আপত্তি আসে বিভিন্ন মনোরোগ চিকিৎসার সংগঠনের।

এদিকে বর্তমানে মানালিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন কঙ্গনা। মুম্বাই ফিরে ৯ অগস্ট থেকে তিনি শুরু করবেন জয়ললিতার বায়োপিকের কাজ।

শোনা যাচ্ছে, সিনেমার বাজেট আশি কোটি। যার মধ্যে ২১ কোটি টাকার পারিশ্রমিক হাঁকিয়েছেন কঙ্গনা।

সূত্র : আনন্দবাজার

এসএ/