ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

রিয়ালকে হারিয়ে ফাইনালে টটেনহ্যাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৩:৫০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আউডি কাপে ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার। রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে তারা।

আলিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালের লড়াইয়ে নিজেদের ভুলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো স্প্যানিশ জায়ান্টদের। 

প্রথমার্ধের ২২তম মিনিটে মার্সেলোর ভুল পাসের সুযোগ নিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে পারেনি রিয়াল। 

নতুন মৌসুম শুরুর আগে এই নিয়ে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচে হারল লস ব্লাঙ্কোসরা।