ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

‘পাগলি’ নারীর কণ্ঠে অসাধারণ গান! ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

লতা মুঙ্গেশকরের জনপ্রিয় একটি গান 'এক পেয়ার কি নাগমা হে'। কার না ভাল লাগে এই গানটি। লতা মুঙ্গেশকরের এই গানটি গেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এক ‘পাগলি’ নারী। 

সেই নারীকে দেখে অবশ্য মনে হবে একজন ‘পাগলি’ বা ‘মানসিক ভারসাম্যহীন’ নারী। উসকো খুসকো রুক্ষ চুল তার। চেহারায় যত্নের চিহ্নটিও নেই। যেন ঘরহীন, রাস্তার কোনো পাগলি। অন্তরের সবটুকু দরদ ঢেলে গানটি গেয়েছেন ওই নারী। ইতিমধ্যে এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 

'বার্পেতা টাউন দ্য প্লেস অব পিস' নামের এক ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করেছে। গত রোববার ভিডিওটি শেয়ারের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পেজটির মালিক কৃষান দাস জুবুর সাথে কথা বলেন। 

তিনি জানান, ভিডিওটি পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশনে ধারণ করেন কলকাতার অতিন্দ্র নামের এক ব্যক্তি। পরে তপন নামের আরেক ব্যক্তি ভিডিওটি তার কাছে পাঠিয়ে দেন। তবে এই নারীর নাম জানা যায়নি।  

শেয়ার করার পর থেকেই ভিডিওটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে। হাজারো মানুষ সেখানে কমেন্ট করেছেন। প্রশংসায় ভাসছেন অতি সাধারণ এই নারী। 

সূত্র: এনডিটিভি