ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

বাংলাদেশ দলের এয়ারক্রাফটে যান্ত্রিক ত্রুটি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৬ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। বুধবার রাতে শেষ ওয়ানডেতে যখন হেরে হতাশা নিয়ে বিমান ধরতে গিয়েছিলো সেখানোও যোগ হলো আরেক যাত্রা বিড়ম্বনা।

শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে লঙ্কান এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইট করে দেশে ফেরার কথা ছিলো তাদের। কিন্তু পরে জানা গেল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারক্রাফটে শেষ মুহূর্তে দেখা দেয় যান্ত্রিক গোলযোগ। তড়িঘড়ি নামিয়ে আনা হয় সব যাত্রীকে। দুই ঘণ্টা পিছিয়ে যায় বাংলাদেশ দলের যাত্রা।

বিসিবির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ে যাত্রা হলে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে দেশে পৌঁছার কথা ছিল দলের। কিন্তু এই বিড়ম্বনায় বাংলাদেশ দলের ফ্লাইট ছেড়েছে সকাল ১০টা ২০ মিনিটে। খেলোয়াড়দের নিয়ে সেটি ঢাকায় অবতরণ করবে দুপুর আড়াইটায়।

এনএম