ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

সেমি ফাইনালে উঠেছে শীর্ষ বাছাই এন্ডি মারে

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৯ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩২ এএম, ১৯ নভেম্বর ২০১৬ শনিবার

স্ট্যান ওয়ারিঙ্কাকে হারিয়ে এটিপি ট্যুর ফাইনাল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে শীর্ষ বাছাই এন্ডি মারে। লন্ডনে প্রথম সেটে স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে ৬-৪ গেমে সহজেই জেতেন শিরোপা প্রত্যাশী এন্ডি মারে। এরপর দ্বিতীয় সেটে ঘুড়ে দারানোর চেষ্টা করে স্ট্যান ওয়ারিঙ্কা। তবে মারের পাওয়ার ও প্লেসিং শটের সামনে কুািলয়ে উঠতে পারেননি এই সুইজারল্যান্ডের টেনিস তারকা। দ্বিতীয় সেট ৬-২ গেমে জিতে সেমি ফাইনাল নিশ্চিত করেন ইংলিশ তারকা এন্ডি মারে। সেমি ফাইনালে এন্ডি মারে মিলোস রনিকের সাথে খেলবে।