ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের জয়

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৯ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৯ নভেম্বর ২০১৬ শনিবার

স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিস জয় পেয়েছে। লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে তারা। এস্তাদিও বেনিতোতে শুরু থেকেই লাস পালমাসের উপর চড়াও হয় বেটিস। ২৭ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করে বেটিসকে এগিয়ে দেন ব্র“নো গঞ্জালেজ। এরপরও আক্রমণের ধারা অব্যাহত রাখে তারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মানডি গোল করলে ২-০তে এগিয়ে যায় বেটিস। বাকি সময়ে আর কেউ লক্ষ্য ভেদ করতে না পারলে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল বেটিস। এ জয়ে ১২ খেলা থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ বেটিসের আর সমান খেলায় ১৬ পয়েন্ট লাস পালমাসের।