ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে আগামী ১১ আগস্ট। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে। সে হিসাবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে।

তবে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে আজ শুক্রবার সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

আজ চাঁদ দেখা গেলে আগামী ১২ আগস্ট ঈদ হবে। চাঁদ দেখা না গেলে আগামীকাল শনিবার ৩০ দিনে পূর্ণ হবে চলতি জিলকদ মাস। আগামী রোববার থেকে গণনা শুরু হবে জিলহজ মাস। সে ক্ষেত্রে ঈদ হবে আগামী ১৩ আগস্ট।

এনএম