ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নোয়াখালীতে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালীতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে তারা মারা যান। 

জানা যায়, শুক্রবার মোশাররফ হোসেন রাজু (৩০) নামে এক রেলওয়ে কর্মকর্তা নোয়াখালীর মাইজদীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোশাররফ হোসেন রাজু নোয়াখালী সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, কুমিল্লা রেলওয়েতে চাকুরিরত মোশাররফ হোসেন কয়েকদিন ধরে জ্বর বোধ করায় নিজ এলাকায় এসে চিকিৎসা নিচ্ছিলেন।

অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের হারুনের ছেলে আবদুল মোতালেবের (২০) মৃত্যু হয়েছে। 

নিহতের স্বজনরা জানান, মোতালেব ঢাকার চকবাজারে একটি ব্যাগের কারখানায় কাজ করেন। তিনদিন আগে জ্বরে আক্রান্ত হলে গ্রামের বাড়িতে আসেন তিনি। পরে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এমএস/