ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

দেশ জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ১২:৩০ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

রাজধানীসহ দেশ জুড়ে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব। দিন যাচ্ছে, বাড়ছে রোগীর সংখ্যা, ছড়িয়ে পড়ছে আতংক। একদিকে হাসপাতাল-ক্লিনিকে শয্যার অভাব, অন্যদিকে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের অক্ষমতা। এসব কারণে ক্ষুব্ধ নগরবাসীর।তবে সঠিক সময়ে রোগ শনাক্ত ও চিকিৎসকদের পরামর্শ মেনে চললে প্রাণহানী এড়ানো সম্ভব বলছেন ডাক্তররা।

ডেঙ্গুর সঙ্গে যুদ্ধে পরাজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ফিরোজ কবিরের শয্যার পাশে, চেয়ার-টেবিল পড়ে আছে ব্যবহারহীন। হলের প্রত্যেক রুমেই ডেঙ্গু রোগী। আতংকিত আবাসিক শিক্ষার্থীরা।

পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে ৬ হাজারেরও বেশী মানুষকে ভূগিয়েছে ডেঙ্গু। আর চলতি বছরের সংর্খ্যা ছাড়িয়ে গেছে সব রেকর্ড।
এরইমধ্যে দেশের সব জেলাতে ছড়িয়েপড়েছে ডেঙ্গু।

এবার ডেঙ্গু যে মাত্রায় বিস্তৃত হয়েছে, সে বিষয়টি নজরে রেখে কিছ ুচিকিৎসক রোগটি আদৌ ডেঙ্গু কিনা তা নিয়ে সংশয় প্রকাশকরেছেন। 
পরীক্ষায় অকার্যকর প্রমানিত মশার নিধনের ওষুধ ছিটানোয় সিটি কর্পোরেশনের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

আসন্ন ঈদুল আজহায় ডেঙ্গু রোগীদের ঢাকা না ছাড়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তররা।