ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপি ডেঙ্গু ও বন্যা নিয়ে রাজনীতি করছে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডেঙ্গু ও বন্যা নিয়ে রাজনীতি করছে। তারা কোন কিছুতেই মানুষের কল্যাণে নেই।’ 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে।

আজ শনিবার সকালে রাজধানী ঢাকার ফার্মগেটে ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।

বিএনপির বর্তমান সঙ্কট অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি অবস্থা প্রয়োজন বলে এ সময় মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা সব দিক দিয়ে ব্যর্থ তারাই জরুরি অবস্থা জারির দাবি করে। তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, বন্যার্তদের পাশে নেই। তারা বলছে জরুরি অবস্থা জারি করতে। আমরা বলছি তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।’

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যতদিন আমরা পরিষ্কার ও ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে না পারবো ততদিন পর্যন্ত আমারা লড়াই চালিয়ে যাব।’

এমএস/