ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের  ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কম। এ পর্যন্ত সারা দেশে ১৪ জন মারা গেছেন। তবে আরও দু-একজন বাড়তে পারে।
আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আইডিসিআরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে ১৪ জন মারা গেছেন, হয়তো আরও দু-একজন বাড়তে পারে।‘ ডেঙ্গু পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি আমি মনে করি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। উনারা ৫০ লাখ কিটের অনুমোদন দিয়ে দিয়েছে। অন্তত ২ লাখ কিট অলরেডি চলে আসছে। 

সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। প্যাথলজি টেস্ট বা ওষুধের কোনো সংকট নেই বলেও জানিয়েছেন তিনি। মশা দমনের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালের নয় বলেও জানান জাহিদ মালেক। তিনি বলেন, সিটি করপোরেশনকে এ দায়িত্ব পালন করতে হবে।’ এ ছাড়া সবাইকে সচেতন হয়ে নিজের ঘর বাড়ি ও আঙ্গিনা পরিষ্কার-পরিছন্ন রাখার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।


টিআর