ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

নড়াইলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

নড়াইলে সাপের কামড়ে গৃহবধূ মেরিনা বেগমের(২৫) মৃত্যু হয়েছে।শনিবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।মেরিনা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। 

মেরিনার ভাই কালিয়া উপজেলার আমবাড়ি গ্রামের জামাল শেখ জানান,গত শুক্রবার(২ আগস্ট) সকালে মেরিনাকে তার বসত ঘরে সাপে কামড় দেয়।প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাপের বিষের প্রতিষেধক ‘এন্টিভেনাম’ না থাকায় মেরিনাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে শনিবার সকালে তিনি মারা যান।
কেআই/