ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

সোমবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শনিবার সন্ধ্যা ৬টায় থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত ও উত্তর বঙ্গোসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের সকল প্রধান নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল সন্ধ্যায় ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের ৭১টি স্টেশনে নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। ১৯ টি স্টেশনে বৃদ্ধি পেয়েছে, ১ টি স্টেশনে নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ৩ টি স্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে।

আজ ঢাকায় সুর্যোদয় হয় ৫ টা ২৮ মিনিটে এবং সুর্যাস্ত হবে ৬ টা ৪০ মিনিটে।

এমএস/