ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

নিখোঁজ মুশফিককে উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

নিখোঁজ সাংবাদিক এফএম মুশফিকুর রহমানকে উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

এফএম মুশফিকুর রহমান মোহনা টেলিভিশনে কর্মরত আছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় গুলশান-১ এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা শেষে বাড়ি ফেরার পথে মুশফিকুর নিখোঁজ হন। পরে গুলশান থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। 

এর আগে মৃত্যুর হুমকি পাওয়ার একদিন পর গত ২২ জুলাই মুশফিকুর পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। 

এদিকে শিঘ্রই ওই সাংবাদিককে পাওয়া যাবে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে কথা বলেছি এবং তাকে অবিলম্বে নিখোঁজ সাংবাদিককে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। 

সূত্র-ইউএনবি

এনএস/আরকে