ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

কুমিল্লায় ক্রমাগতভাবে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।  তবে এর মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরেছেন ৯৯ জন। 

জানা যায়, আজ সোমবার সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৬ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, এদের মধ্যে কেউ আশঙ্কাজনক নয়। ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত বেড বাড়ানো হয়েছে। এ পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্যাথলজি ওয়ার্ডে চার শতাধিক জনের রক্ত পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৩ জনের রক্তে ডেঙ্গু ভাইরাস পাওয়া গেছে। 

এমএস/