ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ইবির বঙ্গবন্ধু হলের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। এ কর্মসূচী উপলক্ষে হলের চারপাশে পাঁচ শত লেবুর চারা লাগানো হবে। সোমবার বেলা ১২টায় হলের চারপাশে এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ বছর আমরা হলের চারপাশে পাঁচ শত লেবু ও ২০টি মালটা গাছ রোপন করবো। লেবু খুবই উপকারী। হলের আবাসিক শিক্ষার্থীরা এর থেকে তাদের লেবুর চাহিদা মেটাতে পারবে। এতে শিক্ষার্থীদের মেডিকেলে যাওয়া কমে যাবে আশা করছি। এছাড়াও লেবু গাছের পাতা নিচে পড়লে সেখানে আগাছা জন্মায় না, লেবু গাছ  রোপনের এটাও একটা উদ্দেশ্য।

এ সময় হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম জুয়েল, রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্রলীগের নেতাকর্মী ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএম/কেআই