মধুচন্দ্রিমায় গিয়ে বিয়ের কথা জানালেন রাখী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

মধুচন্দ্রিমার ছবি দিয়ে অবশেষে বিয়ের কথা জানিয়ে দিলেন অভিনেত্রী রাখী সাওয়ান্ত। সম্প্রতি রাখীর বিয়ের কিছু ছবি প্রকাশ্যে আসে। কিন্তু রাখী তখন জানান, এটি বিয়ের সাজে ফটোশ্যুট, তিনি এখনও একাই আছেন। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই ছবিগুলো তার বিয়েরই ছিল।
তবে মধুচন্দ্রিমার খবর প্রকাশ পাওয়ার পর এবার রাখী জানালেন, এক অনাবাসী ভারতীয় ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি।
ভারতীয় এক সংবাদপত্রকে রাখী জানিয়েছেন, ‘আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি-আমি আজ এই খবর জানাচ্ছি।’আসলে রাখী বলতে চেয়েছেন, তিনি না চাইতেও তার বিয়ের কথা প্রকাশ্যে চলে আসায় তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু এখন তিনি জানাচ্ছেন, বিয়ে হয়ে গেছে তার।
সেই সঙ্গে নিজের স্বামী সম্পর্কেও কিছু তথ্য দিয়েছেন রাখী। জানিয়েছেন, স্বামীর নাম রীতেশ এবং তিনি ইংল্যান্ডে থাকেন। আসলে রীতেশ ইতিমধ্যেই ইংল্যান্ড চলে গেছেন। তারও ভিসা পাওয়ার প্রক্রিয়া চলছে। কিছুদিন পর তিনিও ইংল্যান্ডে স্বামীর কাছে চলে যাবেন।
এদিকে ভারতে তিনি যেমন কাজ পাবেন, করবেন। একইসঙ্গে টিভি সিরিজ প্রডিউস করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন রাখী। তার সেই আশা এবার পূরণ হবে। এমন সুন্দর স্বামী পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন রাখী।
রাখী জানিয়েছেন, এক টিভি চ্যানেলে তার সাক্ষাত্কার দেখার পরই রীতেশ তার ফ্যান হয়ে যান। দু’জনের হোয়াটসঅ্যাপ আদান-প্রদানও শুরু হয়। পরে দু’জনে কথাও বলেন। বন্ধুত্ব থেকে সম্পর্ক একটু একটু করে এগোয়। রীতেশকে জানার পর ঈশ্বরের কাছে তার স্ত্রী হওয়ার জন্য প্রার্থনা করতে শুরু করেন রাখি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মধুচন্দ্রিমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রাখী। সেখানে তাকে লাল পোশাকে, হাতে মেহেন্দি ও সিঁদুরে দেখা গিয়েছে। এমনকি রীতেশের নাম লেখা ব্রেসলেটও দেখা যায় হাতে।
তবে ব্রেসলেটে রীতেশের সে নাম কালো রং দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হয়তো প্রথমে স্বামীর পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন রাখী। (সূত্র: আনন্দবাজার)
এনএস/কেআই