ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

‘ক্যামেরার সামনে নয়, বাস্তবে পরিচ্ছন্নতা চান প্রধানমন্ত্রী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:১৩ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, তাই কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।’

তিনি আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে এ কথা করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা এডিস মশা নিয়ন্ত্রণের পথ। শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তবে পরিচ্ছন্নতা অভিযান চান পিএম। এটি কারা করেছেন নেত্রী এটাও দেখতে চান। একদিন নয় প্রতিদিন এটা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা এখনও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেননি তারাও অংশ নিন। আর যারা করেছেন তারা অব্যাহত রাখবেন। দলের নেতারা কাউন্সিলরদের সহযোগিতা করবেন। ঢাকাকে ক্লিন রাখতে হবে।’

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়া না থাকলে বিএনপি যে একটি বড় দল, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।’

এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী।

এসএ/