ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

টঙ্গীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

গাজীপুরের টঙ্গীতে এক নারিকেল তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় ম্যারিকো বাংলাদেশ কোম্পানি নামে কারখানায় এ ঘটনা ঘটে।

আগুনে ওই ডিপুতে মজুদ থাকা প্যারাসুট নারিকেল তেল এবং অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের দমকল কর্মীরা গিয়ে আগুন নেভান।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে তারা আগুনের খবর পান। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি এবং উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় আধা ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সেখানে থাকা প্যারাসুট নারিকেল তেলসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমএইচ/