ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

৪ দিনেও খোঁজ মেলেনি কুরিয়ার সার্ভিস কর্মী এনামুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ফাস্ট পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের পার্সেল সহকারী মো. এনামুল হক ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এনামুল খুলনা জেলার চালনা উপজেলার রেজাউল করিম খাঁনের ছেলে।

গত ২ আগষ্ট তিনি চাঁনখারপুল শাখায় অফিস করে আর ফিরে আসেনি। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে এ বিষয়ে নিখোঁজের পরিবার শাহবাগ থানায় একটি জিডি দায়ের করেছে। জিডি নাম্বার ৩৪০।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ আগষ্ট রাতে অফিস থেকে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. সোহাগ তাকে শরীরে জ্বর থাকা সত্ত্বেও মারধরের করে অফিস থেকে বের করে দেন। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি।

এঘটনায় গতকাল সোমবার ওই ম্যানেজার সোহাগকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাছান বলেন, বিষয়টি তন্তনাধীন রয়েছে। নিখোঁজের পরিবার একটি  জিডি দায়ের করেছে। 
 
এবিষয়ে নিখোঁজ এনামুল হকের চাচা আসাদ শেখ জানান, ‘মালিক পক্ষ আমার ভাতিজাকে গুম করে ফেলেছে। আমরা যে কোন মূল্যে আমাদের ছেলেকে ফিরে পেতে চাই। এর সঙ্গে পুরো কুরিয়ার সার্ভিসের উর্ধ্বতন কতৃপক্ষও জড়িত। 

এনএম/টিআর