ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

নুসরাতের মধুচন্দ্রিমার ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৭ আগস্ট ২০১৯ বুধবার

বেশ জাঁকজমক করে বিয়ের পর্ব সেরেছিলেন টালিউড অভিনেত্রী নুসরাত। দেশের বাইরে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। এরপর দ্রুত দেশে ফিরে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তারপর অধিবেশনেও যোগদেন। এরই মধ্যে কলকাতায় রিসেপশনের আয়োজন করেছিলেন নুসরত ও তার স্বামী নিখিল। সব ঝামেলা শেষ করে উড়ে যান মধুচন্দ্রিমায় একান্ত সময় কাটাতে মরিশাসে।

সেখানে অভিনেত্রী যে দারুণ সময় কাটাচ্ছেন তা বোঝা যাচ্ছে নিয়মিত প্রকাশিত তার পোস্ট করা ছবি দেখে। নিখিলের সঙ্গে মরিশাসে মধুচন্দ্রিমা কাটাতে ব্যাস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান।

মরিশাসে গিয়ে একের পর এক ছবি শেয়ার করেন তার সোশ্যাল হ্যান্ডেলে। কখনও স্বামী নিখিলের হাত ধরে ছবি তুলছেন আবার কখনও ক্যামেরার সামনে নিজের রূপ লাবণ্য বন্দি করছেন।

এদিকে মরিশাসে নুসরতের এসব ছবি দেখে ভক্তরাও বেশ খুশি। সবাই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন তাকে।

একটি ছবিতে দেখা যায়- সুন্দর একটি পোশাকের সঙ্গে লাল চূড়া হাতে দিয়ে তাকিয়ে আছেন রোদ চশমা চোখে দিয়ে। ছবিতে সূর্যের সঙ্গে চোখে চোখ মিলিয়ে ফটোশুট করতে দেখা যায় নুসরতকে।

ছবিগুলো প্রকাশের পর তা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

সূত্র : জি নিউজ

এসএ/