ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

৯ আগষ্ট : ইতিহাসের এই দিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮ এএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ০৯ আগস্ট ২০১৯, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ইতিহাসের পাতায় ৯ আগষ্ট :
১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা ‘ফ্যাট ম্যান’ নামে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়।
১৯৬৫- মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর।
১৯৭৪- ওয়াটারগেট কেলেংকারির কারণে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে রিচার্ড নিক্সনের পদত্যাগ ও ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।

আজ যাদের জন্মতারিখ :
১৭৭৬- ইতালিয়ান রসায়নবিদ আমাদিও আভোগাদ্রো।
১৯১১- নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী উইলিয়াম আলফ্রেড ফোলার।
১৯৩১- ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় ও কোচ মারিও জাগালো।
১৯৩৯- ইতালিয়ান রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী রোমানো প্রোদি।
১৯৭৭- ফরাসি ফুটবলার মিকায়েল সিলভেস্ত্রে।
১৯৮২- মার্কিন স্প্রিন্টার টাইসন গে।
১৯৮৫- মার্কিন অভিনেত্রী ও গায়িকা অ্যানা কেন্ড্রিক।

আজ যাদের মৃত্যু হয় :
১৯৪৮- জার্মান ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী হুগো বস।
১৯৬২- জার্মানিতে জন্মগ্রহণকারী নোবেলজয়ী কবি ও চিত্রকর হেরমান হেস। যিনি পরবর্তীতে সুইজারল্যান্ডের নাগরিক হন।
১৯৭০- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
এসএ/