ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মা পাড়ের পাঠশালা (দেখুন ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ১২:৩৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

পদ্মার ভাঙন কবলিত উপজেলা মানিকগঞ্জের হরিরামপুর। এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে এগিয়ে এসেছে একদল তরুণ। গড়ে তুলেছেন পদ্মা পাড়ের পাঠশালা নামের  শিক্ষা প্রতিষ্ঠান।  এই স্কুলে বিনা খরচে চলছে পাঠদান।  পাশাপাশি শিক্ষা দেয়া হয় ভাঙন কবলিত এলাকায় কী করে টিকে থাকতে হয়।

৩০ বছর ধরে ভাঙছে প্রমত্তা পদ্মা। এই ভাঙন বদলে দিয়েছে হরিরামপুর উপজেলার মানচিত্র। শত শত মানুষ এখন বাস্তুচ্যুত। তাদেও আশ্রয় রাস্তার পাশে অথবা অন্যের জমিতে। বাস্তুচ্যুত পরিবারের শিশুরা সব সময়ই শিক্ষার আলো থেকে বঞ্চিত।

এই শিশুদেও পাঠদানের উদ্যোগ নিয়েছে একদল  তরুণ। গড়ে তুলেছে পদ্মা পাড়ের পাঠশালা। এবছরের শুরুতে লেছড়াগঞ্জ বাজারের পাশে, সরকারী জমিতে  চালু হয় পাঠশালাটি। বিনা বেতনের এই পঠশালা থেকে শিশুরা পাচ্ছে শিক্ষা উপকরণও।

পাঠশালাটির অন্যতম প্রতিষ্ঠাতা কলেজ শিক্ষার্থী মীর নাদিম হোসেন। সহায়তা করছে তার দুই বন্ধু। সকাল ও বিকেলে দুই শিফটে ৫৪ শিশু এই পাঠশালায় লেখাপড়া করছে।

পাঠশালাটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চাইলেন উদ্যোক্তারা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/