ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

চারা বিতরণের মাধ্যমে বাগেরহাট ব্লাড ব্যাংকের যাত্রা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

গাছের চারা বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে‘বাগেরহাট ব্লাড ব্যাংক' নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকেলে বাগেরহাট সরকারী পিসি কলেজ পাঁচ রাস্তা মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।

 আলোচনা সভা শেষে মো. সাইফুল ইসলাম বিশ্বাসকে সভাপতি ও মনিরা আক্তার হীরাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ফলজ ও বনজ গাছের চার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গত দুই বছর ধরে বাগেরহাট ব্লাড ব্যাংক অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। ভবিষতে এ সংগঠন আত্মসামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সকলে সহযোগিতা কামনা করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতির  জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এমএস/কেআই