ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ডেঙ্গু সচেতনতায় সাতক্ষীরায় বিশুদ্ধ খাদ্য সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা ও বিশুদ্ধ খাদ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সুলতানপুর বড়বাজারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী প্রমুখ।

বক্তারা এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে সব ব্যবসায়ীদের ভেজাল মুক্ত বিশুদ্ধ খাদ্য বিক্রির আহ্বান জানান তারা।

এদিকে, আজ শনিবার পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১২২ জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, তাদের মধ্যে ৪৩ জন এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন আরও জানান, চিকিৎসাধীন রোগীরা এখন আশংকামুক্ত।