ঢাকা এখন ফাঁকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ০৭:২৮ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার

ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে শেষে মুহুর্তে রাজধানী ছাড়ছেন ঢাকার অস্থায়ী বাসিন্দারা। আজ শনিবার রাজধানীর বাস-ট্রেন-লঞ্চ স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে। ঈদুল আযহা উপলক্ষ্যে শেষ মুহূর্তে বহু মানুষ ঢাকা ছাড়ছেন।
এদিন সদরঘাটের নৌপথের বিভিন্ন রুটে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত ২ দিন যাত্রীদের চাপ না বাড়লেও আজ যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে বলে জানিয়েছেন লঞ্চ টার্মিনাল ও লঞ্চ কর্তৃপক্ষ।
সরেজমিন দেখা যায়, রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগ, রামপুরা, মিরপুর, গুলশান, বাড্ডা, তেজগাঁও, যাত্রাবাড়ী, ফার্মগেটে মানুষের তেমন ভিড় ছিল না। প্রাইভেটকার, সিএনজি, রিকশার সংখ্যাও ছিল অনেক কম। এসব এলাকা ঘুরে চোখে পড়েনি কোনো যানজট ও কোলাহল।
রাজধানীর বিভিন্ন রুটের অধিকাংশ বাস ফাঁকা। তবে বিভিন্ন টার্মিনালগামী বাসে রাজধানী থেকে অদূর জেলার মানুষদের সংখ্যাই বেশি।
এদিন ব্যাংকপাড়া খোলা থাকায় মতিঝিলে মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়। তবুও রাস্তায় গাড়ির সংখ্যা কম, নেই যানজট, নেই হকারদের কোলাহল। এদিকে মহানগর পুলিশ, নৌ পুলিশ, র্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ফাঁকা ঢাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
আরকে/