ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

হানি সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার

আদালতে হাজিরা না দেওয়ায় ভারতীয় সঙ্গীত শিল্পী হানি সিংয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল ভারতের লক্ষ্ণৌ আদালত। ৭ বছর আগে হানি সিংয়ের বিরুদ্ধে অমিতাভ ঠাকুর নামে এক পুলিশ কর্মকর্তার দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

'ম্যায় হু বলতকারি' গানে 'বলতকারি'র মতো আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ২০১২ সালের ৩১ ডিসেম্বর গোমতি নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর। তার অভিযোগের ভিত্তিতেই ২০১৩-র ২৭ জুন গায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় মামলা দায়ের করে পুলিশ। সে বছরই ২৩ ডিসেম্বরের মধ্যে হানি সিংকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে সেই নির্দেশ মেনে হানি সিং আদালতে হাজিরা দেননি। 

চলতে থাকা সেই মামলার পরিপ্রেক্ষিতেই আগামী ১১ সেপ্টেম্বর লক্ষ্ণৌ আদালত হানি সিংকে হজিরার নির্দেশ দিয়েছে।

এদিকে 'মাখনা' নামে আরও একটি গানে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পঞ্জাবের মহিলা কমিশন। তাদের অভিযোগের ভিত্তিতে গত ৯ জুলাই এই হিপহপ গায়কের বিরুদ্ধে মামলা দায়ের করে মোহালি পুলিশ। সূত্র- জিনিউজ।

এনএস/আরকে