ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

বাংলাদেশে ২০২১ সালে শিশু শ্রমিক থাকবেনা

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৫১ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

২০২১ সালে বাংলাদেশে কোন শিশু শ্রমিক থাকবেনা বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন। সকালে রাজধানীর কাওরান বাজারে ডেইলি স্টার ভবনে শিশু অধিকার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, এটা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশকে বিশ্ববাসি আরেকবার নতুন ভাবে চিনবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্যাতিত গৃহশ্রমিকরা বিচার পাচ্ছে না। এসব ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।