দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উদযাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১০ এএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ১০:১৬ এএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

চাঁদপুর ও দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এছাড়া, পটুয়াখালীর বিভিন্ন উপজেলার ২২ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।
আজ রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পশু কোরবানি দিচ্ছেন এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ।
চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৩৩ সাল থেকে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসাব করে এভাবে দুটি ঈদ উদযাপন প্রচলন শুরু করেন। আর এখনও সেই ধারা চালু রেখেছেন তার অনুসারীরা।
অন্যদিকে, সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে পশু কোরবানি দিচ্ছেন।
জানা গেছে, সূফি সাধক মাওলানা মোখলেছুর রহমান (র.) ২০০ বছর আগে এ নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন।
এদিকে, পটুয়াখালী সদর, নিশানবাড়িয়া, দুমকী, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।