ডেঙ্গুতে আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

নোয়াখালী ও ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরহাদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এর আগে সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৬০) নামে একজনের মৃত্যু হয়।
গত বুধবার ফরহাদকে প্রথমে কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরহাদের বাড়ী কিশোরগঞ্জ জেলার ইটনা গ্রামে। তিনি ইটনা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৭১ রোগীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন।
অন্যদিকে, নিহত আমির হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকায়। শনিবার রাত একটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ জানান, ভর্তির পর হাসপাতালে আমির হোসেনকে প্রয়োজনীয় সব চিকিৎসাসেবাই দেওয়া হয়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। সকালে তিনি মারা যান।
নোয়াখালীর সিভিল সার্জন মো. মোমিনুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৪১ জন ডেঙ্গু রোগীর মধ্যে আজ সকালে একজন মারা গেছেন। এ নিয়ে নোয়াখালীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালেই আছেন ৫০ জন রোগী।