ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন জাদুশিল্পী লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:২৮ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ম্যাজিশিয়ান মনিরুজ্জামান লিটন (৩৮) আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না...রাজিউন)। সোমবার (১২ আগস্ট) ঈদের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

গত ৫ আগস্ট (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এসি বিস্ফোরণে লিটনসহ তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ বাকি তিনজন হলেন- স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। 

তিনি বলেন, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান গতকাল (সোমবার) দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান লিটন মারা যান। তার অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল।

লিটনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তবে দগ্ধ বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

ম্যাজিশিয়ান লিটন বহুদিন একুশে টেলিভিশনে কর্মরত ছিলেন। স্ট্রিট শো ছিল তার বিখ্যাত প্রোগ্রাম।