ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শ্যামলী পরিবহনের এমডি`র জিডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০০ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৭:১০ পিএম, ১৩ আগস্ট ২০১৯ মঙ্গলবার

‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারায় লিপ্ত হয়েছে একটি চক্র'এমন অভিযোগ করে সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন শ্যামলী পরিবহনের এমডি ও শ্যামলী ফুড প্রডাক্টস-এর স্বত্তাধিকারী রমেশ চন্দ্র ঘোষ। 

তিনি জানান, তার নাম ব্যবহার করে অজ্ঞাত এক ব্যক্তির ভিডিও ভয়েজ ফেসবুকের বিভিন্ন ব্যক্তিগত ও গ্রুপ পেইজে ভাইরাল করা হয়েছে। যা হাজারও ফেসবুক আইডি থেকে শেয়ার করা হচ্ছে এবং সেখানে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। 

রমেশ চন্দ্র ঘোষ আরও বলেন, এই ভিডিওটি দেখলে বুঝা যায় এটা একটি চক্রান্ত। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন, এরকম মিথ্যাচার শুধু তার ব্যক্তিগত সুনামই নষ্ট করার পায়তারা নয়, এটি তার ব্যবসায়ীক সুনাম নষ্ট করারও একটি চক্রান্ত। 

অন্যদিকে এটি বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি গভীর চক্রান্ত বলেও সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন তিনি। মোহাম্মদপুর থানা, জিডি নং- ৭৭১-তাং-১০/০৮/২০১৯ ইং।

এদিকে ওই ফেসবুক লিংকগুলো ওপেন করে দেখা যায় ভিডিওতে যে ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, ওই ব্যক্তির চেহারা ও কন্ঠের সঙ্গে শ্যামলী পরিবহনের এমডির চেহারা ও কন্ঠের কোন মিল নেই। লিংকগুলোর কয়েকটি নিচে দেয়া হল-

https://www.facebook.com/amibdesh/posts/2357716920934468

https://www.facebook.com/HridoyeSylhet.Tv/posts/884183341956212

https://www.facebook.com/sonarbanglasb71/posts/614975692367281

https://www.facebook.com/hadi.sylhet/posts/2521836031212886

https://www.facebook.com/110738643606185/videos/452752082245078

এনএস/কেআই