ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

রোহিঙ্গাদের জন্য মানববন্ধন

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৫:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৬ বুধবার

মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই মানববন্ধন হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন দলমত নির্বিশেষে সবাইকে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মিয়ানমার সরকারকে দ্রুত এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধরনের হত্যাকাণ্ড বিশ্বমানবতার জন্য হুমকি।