ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রসহ নিহত ৩ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার | আপডেট: ০৫:০০ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে পিতা ও পুত্রসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠাল ডাংরী গ্রামে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের হাসিম উদ্দিন (৬০), তার ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং হাসিমের ভাতিজা আজিজুল হক (৩৫)।

এছাড়া, হাসিমের দুই ছেলে খায়রুল ও মাজহারুলকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, হাসিম ও তার চাচাতো ভাই আব্দুর রশিদের পরিবারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বগরঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিম উদ্দিনের ছেলে জহিরুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হলে পথেই হাসিম উদ্দিন ও আজিজুল হক মারা যান। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।