ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

ঢিলেঢালা অফিস পাড়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার


ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি একেবারেই কম। নিজেদের মধ্যে কুশল বিনিময়েই কেটেছে অনেকটাসময়। সচিবালয়ে প্রথমদিন অফিস করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়কই ছিলো। তবে উত্তরবঙ্গের যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। 
ঈদুল আজহার ছুটির পর প্রথম অফিসে ধীরে সুস্থেই সচিবালয়ে এসেছেন মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা। তবে উপস্থিতি বেশ কম।
নিজের কার্যালয়ে আসেন সড়ক পরিবহন ও সেতূমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এবারের ঈদযাত্রা নিয়ে।
অফিস করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। কর্মকর্তা-কর্মচারিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জানান, স্বস্তির ঈদযাত্রায় খারাপ আবহাওয়ার কারণেই কিছুক্ষণের জন্য ফেরি বন্ধ রাখা হয়েছিলো।  
প্রথম কর্মদিবসে মতিঝিলের ব্যাংক পাড়ায়ও উপস্থিতি ছিলো বেশ কম।