ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ট্যানারি মালিকদের আপত্তি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার


চামড়ার বাজারে অস্থিরতার জন্য যে সিন্ডিকেটই দয়ী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে সরকারকে কাঁচা চামড়া রপ্তানীর সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশেন। তারা বলছেন, রপ্তানি হলে হুমকির মুখে পড়বে চামড়া শিল্প। আর সরকারের সিদ্ধান্তে খুশি স্কিন মার্চেন্ট এসোসিয়েশেন। 
চার দশকের মধ্যে সবচে বড় ধ্বস নেমেছে চামড়া ব্যবসায়। কোরবানির দিন থেকেই চামড়ার নায্য দাম পাচ্ছে না ব্যাবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকার গরুর চামড়ার দাম বলা হচ্ছে দুশ’ থেকে আড়াইশ টাকা। কোথাও কোথাও ৫০ থেকে ১০০ টাকাও বলা হচ্ছে। ক্ষোভে দুঃখে রাস্তায় চামড়া ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা।   
এ আবস্থায় চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে সেতুমন্ত্রী জানিয়েছেন, চামড়ার বাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  
এ সিদ্ধান্তকে আত্মঘাতি বলে দাবী করেছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন।
তবে রপ্তানির সিদ্ধান্ত ইতিবাচক বলে জানিয়েছেন হাইড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 
ট্যানারি মালিকরা সিন্ডিকেট ভেঙে এগিয়ে আসলেই এই শিল্প এগোবে বলেই জানাচ্ছেন চামড়া ব্যবসায়ীরা।