ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

জাতীয় শোক দিবসে বিশেষ আয়োজন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার


জাতীয় শোক দিবসে ৭৫ পরবর্তী সময়ে বিদেশে পালিয়ে থাকা জাতির পিতার খুনির পরিবারের গল্প নিয়ে কাহিনীচিত্র ‘মৃতের আত্মহত্যা’ সম্প্রচার করা হবে একুশে টেলিভিশনে। আবুল ফজলের অপূর্ব সৃষ্টি মৃতের আত্মহত্যা একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনা। ৭৫ এর পটভূমি নিয়ে এটিই প্রথম কাহিনীচিত্র। আর বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘তিনিই বাংলাদেশ’- এর শেষ পর্ব প্রচার হবে একই দিনে। 
পচাত্তরের ১৫ই আগস্ট বাঙালি জাতি ও বাংলাদেশের জন্য রক্তেরঞ্জিত সবচে বড় ট্রাজেডির দিন। স্বপরিবারে জাতিরপিতাকে হত্যার পর ক্ষত বিক্ষত হয় বাঙালি হৃদয়। তারই প্রতিফল আবুল ফজলের অপূর্ব সৃষ্টি মৃতের আত্মহত্যা গল্পে। 
বিদেশে পালিয়ে থাকা একজন খুনির স্ত্রী গল্পের নায়িকা সোহেলি। হত্যাকারীর অনুশোচনা না থাকলেও সোহেলি পিতা হারা এতিম দেশের জন্য প্রতিদিন স্মৃতিকাতর হয়। ইতিহাসের নির্মম হত্যাকা-ে নিস্তেজ হয়ে যাওয়া একটি দেশের কথা ভাবতে গিয়ে খুনীদের ঘৃণা করতে শেখে।
সোহেলি বেঁচে থাকা আর না থাকার মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় কাহিনীচিত্রটি প্রচার হবে রাত ১০টায়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে থাকছে আরো অনুষ্ঠান। তিন পর্বের বিশেষ আলোচনা অনুষ্ঠান তিনিই বাংলাদেশ- এর শেষ পর্বও আজ। 
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদারের সঞ্চালনায় তিনিই বাংলাদেশ এর শেষ পর্ব প্রচারিত হবে রাত ৯টা ১৫ মিনিটে।