ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

শিরোপা প্রত্যাশী সিমনাকে সহজেই হারাল মাডিসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

সিনসিনাটি ওপেন টেনিসে অঘটনের শিকার হয়েছেন শিরোপা প্রত্যাশী সিমনা হালেপ। যুক্তরাষ্ট্রের অহিওতে প্রথম সেটে চতুর্থ বাছাই রুমানিয়ার সিমনা হালপের বিপক্ষে সহজ জয় পান মাডিসন কিস।

৬-১ গেমে জিতে ১-০ তে এগিয়ে যান কিস। এরপর দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে ঘুরে দাড়ান উইম্বলডন জয়ী রুমানিয়ার সিমনা হালেপ।

এরপর তৃতীয় ও ফাইনাল সেটে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৫ গেমে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেন যুক্তরাষ্ট্রের কিস। কোয়ার্টারফাইনালে ভেসান উইলিয়ামসের সঙ্গে খেলবেন মাডিসন কিস।