ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

দেখুন ভিডিও ...

ঈদের ছুটিতে পর্যটকের ভিড় পার্বত্য জেলা বান্দরবনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

আকাশে সাদা তুলোর মতো মেঘ আর সবুজ পাহাড়-প্রকৃতি এই নিয়ে অপরূপ বান্দরবান। ঈদের ছুটি কাটাতে এখন দর্শনার্থীদের ভিড় পর্যটন স্পট গুলোতে।

সবুজ পাহাড় আর অপরূপ প্রকৃতিতে সময় কাটাচ্ছেন ক্লান্ত নাগরিকরা। মানুষের ঢল নেমেছে পাহাড়ের বিভিন্ন পর্যটন স্পটে।

বান্দরবানে রয়েছে- নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত, নাফাকুম, চিম্বুক, বগালেক, রিজুক ঝর্ণা, বড় পাথর, স্বর্ণ মন্দির, বনপ্রপাত, প্রান্তি লেকসহ নানান পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ আর বভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে এখানে। প্রকৃতির ছোঁয়ায় ভুলে যান নিত্যদিনের যত ক্লান্তি।

এগারটি ক্ষুদ্র নৃ-গোষ্টি আর বাঙ্গালীদের সহবস্থান এখানে। আছে বৈচিত্রময় খাবার আর বন- ঝরনা- পাহাড়ের অপূর্ব সমাবেশ।
পর্যটকদের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঈদের ভ্রমন সবার জন্য আনন্দময় হবে এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/