চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবি অপারেটরের রাজস্ব আয় বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫২ পিএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের রাজস্ব আয় বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে রবি এ’তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক উন্নয়নে রবি বিনিয়োগ করেছে ২৯০ কোটি টাকা। আর এ সময় কর হিসেবে রবি সরকারি কোষাগারে জমা দিয়েছে ৩৫০ কোটি টাকা। যা কোম্পানির রাজস্ব আয়ের ২৫ শতাংশের বেশি। অন্যদিকে, বায়োমেট্রিক নিবন্ধনহীন সিম বন্ধ হওয়ায় তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির গ্রাহক সংখ্যা কমে ২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে।
