ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

রাজবাড়ীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনিই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারী ও বেসরকারী হাসপাতালে ভর্তি হচ্ছেন মানুষ। গতকাল পর্যন্ত এ জেলায় ১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ২০৯ জন। 

রোগীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে যারা ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের বেশির ভাগই ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। কেউ কেউ ঢাকা থেকেই জ্বর নিয়ে বাড়ি ফিরেছেন। শরীরের অবস্থার অবনতি হওয়ায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা রাজবাড়ীতে বাড়ছে। যে কারণে তারা সচেতনা মূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। 

এনএম