ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

৬৫ বছর বয়সের বাসিরন নেছা অংশ নিয়েছেন পিইসি পরীক্ষায়

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার

বয়স ৬৫ বছর বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ। তবুও লেখাপড়ার জন্য প্রতিদিনই স্কুলে ছুটছেন মেহেরপুরের গাংনীর বাসিরন নেছা। দীর্ঘপথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় তাকে। তারপরও ক্লান্তি নেই তার। ছোট ছেলে মেয়েদের সাথে খেলাধূলার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন জ্ঞান চর্চা। অংশ নিয়েছেন পিইসি পরীক্ষায়। সকাল হলেই বই হাতে প্রতিদিন বাসিরন নেসা ছুটে যান সহপাঠী জুলেখার কাছে। এরপর বাড়ির কাজ করে বন্ধুদের সাথে রওনা দেন স্কুলে। লেখাপড়ার প্রতি ঝোঁক থাকলেও, সংসারের চাপে সময় করে উঠতে পারেন নি। পরে নাতিদের স্কুলে পৌঁছে দিতে দিতে, ইচ্ছা প্রকাশ করেন স্কুলে ভর্তি হওয়ার। হোগলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শে ভর্তি হন প্রথম শ্রেণীতে। একে একে সব ধাপ পেরিয়ে এবার অংশ নিয়েছেন পি.ই.সি পরীক্ষায়। পাশ করলে এস.এস.সি পরীক্ষা দেয়ার ইচ্ছা আছে তার। মায়ের আশা পূরণ করতে পাশে দাঁড়িয়েছে ছেলে। প্রতিবেশীরা জানায়, আশপাশের মানুষ প্রথমে তাচ্ছিল্য করলেও এখন সবাই সহায়তা করে তাকে। সহপাঠীরাও সব বিষয়ে সাহায্য করে বাসিরন নেসাকে। বাসিরনের উদ্যমের প্রশংসা করলেন স্কুলের প্রধান শিক্ষকও। বয়স্ক শিক্ষার অনন্য নজির গড়ছেন বাসিরন নেসা। সেই আলো ছড়িয়ে পড়–ক সবখানে।